লক্ষটাকার মালিক হয়েও ভিক্ষারী বৃদ্ধা মহিলা

1622566489_begger
একজন বৃদ্ধা মহিলা মসজিদের সামনে ভিক্ষা করত। একদিন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন,“আপনি কেন ভিক্ষা করেন? আপনার ছেলেও তো অনেক ভালো আয় করে!”
মহিলা বলল,”আমার একটাই ছেলে, সে ৮ মাস যাবত বিদেশে। সে আমাকে টাকা দিচ্ছিল,এরপর টাকা শেষ হয়ে গেছে। এখন আমার ভিক্ষা করা ছাড়া উপায় নেই!”
ইমাম বলেন,”কেন? সে কি আপনাকে আর টাকা পাঠায় না?
বৃদ্ধা বললেন,”না, কিন্তু সে আমাকে প্রতিমাসে একটা করে ছোটো রঙিন ছবি পাঠায়। যেগুলো আমি আদর করে চুমু দিয়ে ওর স্মৃতি হিসেবে দেয়ালে লাগিয়ে রেখে দেই!”
ইমাম সাহেবের কাছে ব্যপারাটা অদ্ভূত লাগলো, কী এমন ছবি! ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন যে বৃদ্ধার বাসায় যাবেন। একদিন বৃদ্ধার বাড়িতে গেলেন এবং তিনি দেখলেন দেয়ালে লাগানো সেই রঙিন ছবিগুলো ছিল আসলে ডলারের চেক। কিন্তু মহিলা অশিক্ষিত হওয়ায় বুঝতে পারেনি সেগুলো কী, এবং কীভাবে কাজে লাগাতে হয়,গল্পটা একটু অদ্ভুত না? গল্পটা ঠিক আমাদের জীবনের মত।
আমাদের সকলেরই বাসায় কুরআন নামের অমূল্য গ্রন্থ আছে কিন্তু অনেকেই পড়িনা, শুধু সযত্নে শেল্ফে রেখে দেই।
আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষায় সমৃদ্ধ জীবন গড়ার তৌফিক দান করুন।(আমিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu