হে বোন! বোরকাতে আপনি পরাধীন নন।আল্লামা হাসান জামিল দাঃবাঃ

হে বোন! একটু ভাবুন!

(ক) হে বোন! বোরকাতে আপনি পরাধীন নন, এখানেই তো প্রকৃত স্বাধীনতা। কারণ, এখন আপনার ইচ্ছার উপরই সব, নিজের মুখাবয়ব কাকে দেখাবেন, কাকে দেখাবেন না—সব আপনার ইচ্ছাধীন, আপনি যে স্বাধীন!

আর যদি খোলামেলা থাকেন, তখন রিক্সাচালক, ভ্যানচালক, লম্পট, ধর্ষণের সেঞ্চুরিয়ান, চেতনাধারী গোবরমনা কাকে রুখবেন? আপনি তো স্বাধীন নন, সবার লোলুপ দৃষ্টি, কামাতুর কল্পনা… কাকে আটকাবেন? নাহ সম্ভব নয়, আপনি পরাধীন!
ইসলাম আপনাদের স্বাধীনতা, নিরাপত্তা, সম্মান সব দিতে চায়, নিবেন না বোনেরা?

(খ) ক’দিন আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম, কাছ থেকে দেখেছি, আমার ড্রাইভারের কোনো দোষ ছিল না, তারপরও দুর্ঘটনার কবলে পড়লাম। বোঝা গেল, নিজেদের সতর্কতার পরেও অন্যের অসতর্কতায় দুর্ঘটনা ঘটতে পারে।
সেটা দুর্ভাগ্য; জাস্ট এক্সিডেন্ট! আচ্ছা এখন কেউ কি বলবেন যেহেতু অন্যের কারণেও দুর্ঘটনায় পড়তে হয় তাই আমি সাবধান থেকে কী লাভ? নিশ্চয়ই এটা অবিবেচকদের কথা? বোন পর্দা করেও দুর্ঘটনার শিকার হতে পারেন অন্যের কারণে, তাই বলে আপন…?
আমরা সেই “অন্যের” দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আপনি নিজেকে সেভ করুন প্লিজ!

(গ) অনেকের অভিযোগ, আমরা কেবল আপনাদেরকেই বলি, পুরুষদের কথা বলি না। কথাটা ডাহা মিথ্যা, আমরা সবাইকেই বলি।
তবে আপনাদেরকে বেশি বলার কারণ আছে, পুরুষদের পর্দার বিধান যেনো সে জাহান্নাম থেকে মুক্তি পায়, কারণ অনেক থাকতে পারে, মূল এটাই।

আর আপনাদেরকে বলার মূল কারণ দু’টি;
ক. যেনো আপনিও জাহান্নাম থেকে বাঁচেন;
খ. নিজেকে লম্পটদের কু-দৃষ্টি থেকে আড়াল করে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন।
আপনার নিজের নিরাপত্তার জন্যই আপনাকে বেশি তাকিদ! দেখুন না, আমি রাস্তায় চলি একা একা, অথচ প্রধানমন্ত্রীর কতো গার্ড! কারণ কী? কারণ তার সম্মান, মর্যাদা ও নিরাপত্তা। আপনিও আমাদের কাছে কম মূল্যের নন, তাই আপনার পর্দা আর নিরাপত্তা নিয়ে আমাদের এতো মাথাব্যথা।  ভুল না বুঝে একটু ভাবুন প্লিজ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu