বেতন কম দায়ীত্ব বেশি, চাকুরিটার নাম ইমামতি! অন্যান্য চাকুরিতে মালিক থাকে এক দুই জন,
আর ইমামতি চাকুরিতে মালিক শত শত জন। একজন মাত্র মালিকের অধিনে হাজার হাজর লোকও চাকুরি করে থাকে। তারপরেও কোন কোন সময় মালিক কে সন্তুষ্ট করা যায় না। আর ইমামতিতে এক জন মাত্র ইমামের পক্ষে শত শত মানুষের শত শত মনকে রক্ষা করা কি সাধারন কোন কথা ?
ছুটিতে যেয়ে যদি কোন ওজরের কারনে মাত্র একদিনের বেশি ছুটিতে থাকে, তাহলেই শুরু হলো চিল্লা চিল্লি যে, এই মাসের বেতন দেওয়া যাবে না, ইমাম বাদ দিয়া আরেক জন নিয়োগ দাও।
তখন মসজিদের সমস্ত মুসল্লিই যেন ইমামের বসের ভুমিকা পালন করে।
পান থেকে চুন খসলেই যেন আর রক্ষা নাই!
“আঙ্গুল উঁচিয়ে ধমকের সুরে কথা বলতে দ্বিধাবোধ করে না”!
আমি মাঝে মধ্য ভাবি যে, এই লোকগুলি যদি এমপি বা মন্ত্রি হতে পারতো তাহলে জনগনের বারোটা বাজিয়ে ছাড়তো। মাসে এক শত টাকা মসজিদে চাঁদা দিয়াই যেই পরিমান তাফালিং করে, ইমামের উপর যেভাবে নজরদারী করে, তা দেখে গা জ্বালা করে।
আর কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চা আছে,এদের কথা কী বলবো!!!
এরা মসজিদে কোনদিন এক টাকাও দেয়না,
বুকে হাত দিয়ে এ কথাও বলতে পারবেনা যে,কোনদিন ইমামরে একটা চা খাওয়াইছে,বা তার একটা টাকা ইমামের পিছনে কোনদিন খরচ করেছে।
মুনাফিকের মত মসজিদে আসে,,কোনদিন ইমামের কোন কথা গায়ে লেগে গেলে দুই-চারদিন আসবেনা!!
আবার কিছুদিন পরে মসজিদে এসে ইমামের দোষ খোজা শুরু,ইমাম সময়মত মত আসছে তো??
এক মিনিট ইমাম আসতে দেরী হলে ছাগলের তিন নাম্বার বাচ্চার মত লাফাইতে থাকে,,
এ জাতীয় বদমাইশ মার্কা কোন গাধা পিছনে দাড়ালে মন চায় লাথি দিয়া সরায়া দেই।
কার মহল্লার মসজিদকে কতো সুন্দর করা যায়, কত রকমের ডিজাইন করা যায় তাহা নিয়া প্রতিযোগিতার শেষ নাই। তখন টাকার হিসাবও নাই। যত টাকাই লাগুক না কেন টাকার অভাব নাই। কিন্তু ইমামের বেতন দুই-তিন হাজারের বেশি দিতে রাজি না।
হায়রে মানুষ!”! একজন ইমামের অবমাননা করেও দৌড়িয়ে জান্নাতে প্রবেশ করতে চাও !!
মনে রাখবে ইমাম কারো চাকর না! তিনি “ওরাছাতুল আম্বিয়া” অর্থাৎ যেই মিম্বারে নবীজী (সাঃ) বসতেন, সেই মিম্বারেই কিন্তু একজন ইমাম বসেন।
অতএব, কাকে অবমাননা করছো? কার সাথে বেয়াদবি করেছো? একটুও ভেবে দেখো!
হে আল্লাহ বাংলাদেশের ইমামদের
তুমি হেফাজত করো।