আজ বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মাননীয় শিক্ষা উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টা আল্লামা ড. Afm Khalid Hossain এর সঙ্গে যথাক্রমে সফল মতবিনিময় হয়েছে। শিক্ষা উপদেষ্টা মহোদয় প্রতিনিধি দলকে নিশ্চিত করেছেন, আগামী বর্ষের পাঠ্যক্রমে কোন ধরনের বিতর্কিত ও ইসলামবিরোধী বিষয় থাকবে না। ইনশাআল্লাহ !
প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত ছিলেন
মাওলানা Gazi Ataur Rahman,
মুফতী Mufti Sakhawat Hossain Razi,
শায়েখ Ahmadullah,
Dr. Khalilur Rahman Madani
প্রফেসর মুখতার আহমদ,
মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ,
মাওলানা রেজাউল কারীম আবরার প্রমুখ।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ তায়ালা যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।
Shop By Department