বঙ্গবন্ধুর বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম ৷ মসজিদে আযান দিতেন ৷ মানুষকে নামাযের জন্য ডাকতেন ৷
কত বছর আগের কথা এটা?
বড় জোর সত্তুর বছর!
আর সত্তুর বছর পর তার পরবর্তি প্রজন্মের কী অবস্থা?
বঙ্গবন্ধুর চতুর্থ প্রজন্ম হচ্ছে খ্রীষ্টান ৷
জয়ের সন্তান হলে পিতৃপরিচয় সূত্রে মুসলিম বলে হয়ত গণ্য করা যাবে ৷
কিন্তু টিউলিপের পেটে জন্ম নেয়া খ্রীষ্টান পিতার সন্তানকে খ্রীষ্টান না বলে কী বলবেন?
মুসলিম বাংলাদেশ খ্রীষ্টরাজ্যে পরিণত হতে কত বছর লাগছে?
উপরোক্ত তথ্য আপনাকে সহজেই সে প্রশ্নের জবাব বলে দিবে ৷
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! জয় বাংলা!